ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিএসএফের বিনামূল্যে ওষুধ বিতরণ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ত্রিপুরায় বিএসএফের বিনামূল্যে ওষুধ বিতরণ

আগরতলা: ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত ঈশানপুর গ্রামের পঞ্চায়েতে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিএসএফের ১৯৫ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।



সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিএসএফ বিভিন্ন সময় নানা সামাজিক কর্মসূচি পালন করে। সামাজিক এ কর্মসূচির অংশ হিসেবে ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত ঈশানপুর গ্রামের পঞ্চায়েতে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করে তারা। এছাড়াও এলাকার ১০টি স্কুলে বিনামূল্যে পানির ফিল্টার ও ড্রাম বিতরণ করা হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঈশানপুর গ্রামের পঞ্চায়েতের প্রধান বিকাশ দাশ ও বিএসএফের ১৯৫ নম্বর ব্যাটালিয়নের ডিআইজি কুলদীপ নায়ারসহ স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।