ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শিলিগুড়িতে হাতির তাণ্ডব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, ফেব্রুয়ারি ১০, ২০১৬
শিলিগুড়িতে হাতির তাণ্ডব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বনাঞ্চল থেকে বেড়িয়ে আসা একটি হাতি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে প্রায় ১০০টি বাড়িতে তাণ্ডব চালিয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে বেশ কিছুক্ষণ চেষ্টার পর ঘুম পাড়ানি গুলি ছোঁড়ে হাতিটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান বন অধিদফতরের কর্মীরা।



স্থানীয়রা জানান, হাতিটি সড়কে চলে আসে বন থেকে। এ সময় হাতির আক্রমণে বেশ কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই সড়কে দীর্ঘ যানজটের স‍ৃষ্টি হয়।

বন অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকদিন আগে মহানন্দা অভয়ারণ্য থেকে হাতিটি বেড়িয়ে আসে। এরপর থেকে বনাঞ্চলের আশ-পাশে দাঁপিয়ে বেড়ায় হাতিটি। এসময় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ভি.এস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।