ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

অগ্নিকাণ্ডে বিপর্যয় কলকাতার মেট্রো রেল, স্বাস্থ্যসেবায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
অগ্নিকাণ্ডে বিপর্যয় কলকাতার মেট্রো রেল, স্বাস্থ্যসেবায়

কলকাতা: কলকাতার একটি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপর্যয়ে পড়েছে মেট্রো পরিষেবা এবং সংলগ্ন অঞ্চলের একাধিক সরকারি, বেসরকারি হাসপাতাল।

বুধবার (১০ ফেব্রুয়ারি) কলকাতার প্রিন্সেস ঘাটের কাছে কলকাতা ইলেকট্রিক সাপ্লাই –এর একটি সাব-স্টেশনে আগুন লাগে।

আগুন নেভাতে ১০টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, নীলরতন সরকার হাসপাতাল সহ বেশ কিছু বেসরকারি চিকিৎসা পরিষেবা কেন্দ্র বিদ্যুৎহীন হয়ে পরে।

মেট্রো রেলের চারটি স্টেশন বিদ্যুৎহীন হয়। ফলে থমকে যায় মেট্রো পরিষেবা। ভোগান্তিতে পড়েন অফিস যাত্রীরা। এছাড়া ঘটনাস্থল সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনা স্থল থেকে অন্তত তিন কিলোমিটার দূরত্বের রাস্তায়ও যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত  জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে এলেও, বিদ্যুৎ পরিষেবা চালু করা যায়নি। অগ্নিনির্বাপণ  বিভাগের কর্মীরা চেষ্টা চালাচ্ছেন। বিদ্যুৎ স্টেশনের কোন যান্ত্রিক গোলমালের ফলে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৬
ভি.এস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।