ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা-আখাউড়া রেলপথের ভারতীয় অংশের আর্থিক মঞ্জুরি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
আগরতলা-আখাউড়া রেলপথের ভারতীয় অংশের আর্থিক মঞ্জুরি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আগরতলা: প্রস্তাবিত আগরতলা-আখাউড়া রেলপথের ভারতীয় অংশের অর্থ মঞ্জুরি হয়েছে। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রকল্প ব্যয় ৫৮০ কোটি রুপি দেবে উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রণালয় (ডোনার)।



এ রেলপথের ভারতীয় অংশের ৫ কি.মি. এর মধ্যে ৩ দশমিক ৭ কি.মি. হবে উড়াল সেতু ওপর দিয়ে। ভারত থেকে রেলপথ নিশ্চিন্তপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

বাংলাদেশের অংশের ১০ কি.মি. রেলপথ নির্মাণের অর্থ দেবে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, যা আগেই নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের মাঝামাঝি এ রেলপথের কাজ শুরু হবে। ২০১৭ সাল নাগাদ কাজ সম্পন্ন হবে।

ত্রিপুরা সরকারের পরিবহন দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।