ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

১২ দফা দাবিতে ত্রিপুরায় সিআইটিইউ’র বিক্ষোভ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
১২ দফা দাবিতে ত্রিপুরায় সিআইটিইউ’র বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, কর্মসংস্থান সৃষ্টি, কাজের সুরক্ষা, বিদ্যমান শ্রম আইন শ্রমিকদের স্বার্থে কঠোরভাবে কার্যকর করাসহ ১২ দফা দাবিতে ত্রিপুরায় বিক্ষোভ করেছে সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ)।

সংগঠনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।



রাজ্যে মূল কর্মসূচির আয়োজন করা হয় রাজধানী আগরতলায়। এখানে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে ত্রিপুরা ব্যাটারিচালিত রিকশা শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা রাজ্য দিন মজুর ইউনিয়নের সদস্যরাও অংশ নেন।

বিক্ষোভ মিছিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তৃতায় সংগঠনের সদর বিভাগীয় কমিটির সম্পাদক নির্মল রায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার দেশের শ্রমজীবী মানুষের স্বার্থের বিরুদ্ধে। এজন্য সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখে তারা ১২ দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আগরতলার পাশাপাশি প্রতিটি মহকুমা ও ব্লক এলাকায়ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।