ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ২শ’ বোতল মদ জব্দ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, জানুয়ারি ৩০, ২০১৬
ত্রিপুরায় ২শ’ বোতল মদ জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় অভিযান চালিয়ে দুইশ’ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করেছে মহকুমা প্রশাসন। শনিবার (৩০ জানুয়ারি) স্থানীয় প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়।



শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে সীমান্তবর্তী খোয়াই জেলার চেবরী বাজারের একটি বন্ধ দোকান ঘর থেকে এসব মদের বোতল জব্দ করা হয়। এর বাজার মূল্য প্রায় ৪০ হাজার রুপি।

ওই অভিযানে নেতৃত্ব দেন খোয়াই জেলার উপ-কমিশনার (ডিসি) এম অভিজিৎ বিশ্বাস। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।