ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় জাতীয় ভোটার দিবস উদযাপন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ত্রিপুরায় জাতীয় ভোটার দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): ২৫ জানুয়ারি, সোমবার। ত্রিপুরা রাজ্যে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।



এদিন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মূল অনুষ্ঠান হলেও রাজ্যের বিভিন্ন অঞ্চলেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথমে রাজ্যপাল তথাগত রায় প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করেন।

এসময় রাজ্য নির্বাচন দফতরের মুখ্য আধিকারিক জি কে রাও, পশ্চিম জেলার জেলা প্রশাসক মিলিন্দ রামটেক, সদর মহকুমার শাসক মানিক লাল দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় রাজ্যপাল নতুন ভোটারদের হাতে তাদের সচিত্র ভোটার কার্ড তুলে দেন।

ভোটাধিকার প্রয়োগ করে ভারতে শক্তিশালী গণতন্ত্র সমুন্নত রাখতে নতুন ভোটারদের প্রতি আহ্বান জানান অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad