ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের পাশে ত্রিপুরার শ্রমিকরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের পাশে ত্রিপুরার শ্রমিকরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: পশ্চিমবঙ্গের ক্ষুধাপীড়িত চা শ্রমিকদের পাশে দাঁড়ালো ত্রিপুরা রাজ্যের চা শ্রমিকরা।

সম্প্রতি পশ্চিমবঙ্গে একের পর এক চা বাগান বন্ধ হওয়ায় কাজ হারাচ্ছেন শ্রমিকরা।

যার ফলে অনাহারে অর্ধাহারে ও অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন বহু শ্রমিক।
 
এই অবস্থায় পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের সাহায্যে এগিয়ে এলো ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুর চা বাগানের শ্রমিকরা।

রোববার (২৪ জানুয়ারি) কল্যাণপুর চা শ্রমিকরা নিজেদের মধ্যে থেকে চাঁদা তোলে পশ্চিমবঙ্গের শ্রমিকদের জন্য পাঠিয়েছেন। ওইদিন কল্যাণপুর চা বাগান কমিউনিটি হল প্রাঙ্গণে এক সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- চা শ্রমিক নেতা রাম প্রসাদ কুর্মি, ইট ভাটা শ্রমিক নেতা দিলীপ দাসসহ প্রমুখ নেতাকর্মীরা।

সভায় উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করে বলেন- পশ্চিমবঙ্গে ৯০টি চা বাগান বন্ধ করে দেওয়ায় ৪৫ হাজার চা শ্রমিক তাদের পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় প্রায় ৩৫০ জন শ্রমিক মারাও গিয়েছেন। এই অবস্থায় তাদের সাহায্যে এগিয়ে আশা উচিত।

সভায় উপস্থিত শ্রমিকরা নিজেদের মধ্যে থেকে ২ হাজার ৩৩ রুপি চাদা তোলে পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের কাছে পাঠিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।