ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের তলব রাহুল গান্ধীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের তলব রাহুল গান্ধীর রাহুল গান্ধী

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সিপিএম এবং কংগ্রেসের জোট নিয়ে জল্পনা যখন তুঙ্গে, ঠিক সে সময়ে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনার ডাক দিলেন রাহুল গান্ধী।

আগামী ১ ফেব্রুয়ারি রাহুল গান্ধী দিল্লীতে পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতিসহ বেশ কয়েকজন নেতাকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন।



আগামী বিধানসভা নির্বাচনের কৌশল নির্ধারণের জন্যই এ বৈঠক বলে মনে করছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল।

এদিক, বৈঠকটি যে জোটের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হবে তা সবাই অনুমান করছেন। রাজ্যের নেতাদের দিল্লীতে ডেকে নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা রাজ্য রাজনীতিতে কংগ্রেসের কাছে নতুন ঘটনা।

সাধারণত কেন্দ্রীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেয় কংগ্রেস হাইকম্যান্ড। কিন্তু ২০১৬ নির্বাচনের আগে সে নিয়মের পরিবর্তন ঘটালেন রাহুল গান্ধী।

পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সূত্রে জানা যায়, বৈঠকে তৃণমূল কংগ্রেস বিরোধী জোটের পক্ষেই তারা সওয়াল করবেন।

তবে রাজনৈতিক মহলের ধারণা, শেষ সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাই কমান্ড। আর আলোচনার পর জোট গঠনের পক্রিয়া কোন দিকে চলতে শুরু করে সে দিকেই লক্ষ্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিশ্লেষকদের।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।