ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ফেনী নদীর উপর ভারতের সেতু নির্মাণ কাজ শিগগিরই শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
ফেনী নদীর উপর ভারতের সেতু নির্মাণ কাজ শিগগিরই শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুমে ফেনী নদীর উপর ভারত-বাংলাদেশের মধ্যকার সেতু নির্মাণের কাজ ২০১৫-১৬ অর্থবছরে শুরু করতে আগ্রহী ত্রিপুরা সরকার।

এই সেতু নির্মাণের জন্য ত্রিপুরা সরকার ইতিমধ্যে ১০১ কোটি রুপির ডিপিআর তৈরি করে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে বলে রাজ্য মহাকরণ সূত্রে জানা গেছে।



সেতুটির নির্মাণ খরচের ৯০ শতাংশ দেবে ভারত সরকার এবং ১০ শতাংশ দেবে ত্রিপুরা সরকার। এই সেতু নির্মাণের দায়িত্ব পূর্ত দফতরকে দেওয়ার জন্য ত্রিপুরা সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করা হয়েছে।

ত্রিপুরার সাব্রুম থেকে সড়ক পথে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরের দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার। ফেনী নদীর উপর সেতু হয়ে গেলে চট্টগ্রাম বন্দর থেকে সড়ক পথে পণ্য অতিঅল্প সময়ে ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতে নিয়ে আসা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।