ঢাকা, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ২০দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
ত্রিপুরায় ২০দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

আগরতলা: ২০১৬ সাল যেন ত্রিপুরার জন্য মৃত্যুর মিছিল! ইংরেজি নববর্ষের দিন থেকে শুরু করে বুধবার (২০ জানুয়ারি) পর্যন্ত একটি দিনও বাদ যায়নি; যেদিন রাজ্যের কোনো প্রান্তে সড়ক দুর্ঘটনা ঘটেনি।

সর্বশেষ সড়ক দুর্ঘটনাটি ঘটে বুধবার ভোরে আগরতলার বাধারঘাট এলাকায়।

এতে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়,  বছরের প্রথমদিন থেকে ২০ জানুয়ারি পর্যন্ত নিহত হয়েছেন ২৬জন, আহত হয়েছেন কমপক্ষে ৭৭জনের বেশি মানুষ।

রাজ্য পুলিশের ট্রাফিক বিভাগের এসপি স্মৃতি রঞ্জন দাস বাংলানিউজকে বলেন, মানুষকে নিরাপদভাবে সড়কে যানবাহনসহ পায়ে হেঁটে চলাচল বিষয়ে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে সুরক্ষা সপ্তাহ কর্মসূচি পালন করা হয়।
‘এক্ষেত্রে সচেতনভাবে গাড়ি চালাতে এবং পথচারীদের চলাচল করতে পরামর্শ দেওয়া হচ্ছে,’ বলেন তিনি।

স্মৃতি রঞ্জন দাস জানান, মোটর ভেহিকল অ্যাক্ট-১৯৮৮ এর ১১২(২) অনুসারে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রাস্তায় ছোট, মাঝারি ও বড় গাড়ির জন্য নির্দিষ্ট গতি নির্ধারণ করে দেওয়া আছে।

সাধারণ মানুষের অবগতির জন্য প্রায়ই স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয় বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়:  ০২৪০   ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬।
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।