ঢাকা, মঙ্গলবার, ২ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২০ দফা দাবিতে ত্রিপুরার ৩ জেলায় চলছে বনধ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
২০ দফা দাবিতে ত্রিপুরার ৩ জেলায় চলছে বনধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: উন্নয়ন সংক্রান্ত ২০ দফা দাবিতে ত্রিপুরার উত্তর, ঊনকোটি ও ধলাই জেলায় ১২ ঘণ্টার বনধ পালন করছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুরু হওয়া বনধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বনধের প্রভাবে এ তিন জেলায় দোকানপাট খোলেনি। রাস্তা-ঘাটও প্রায় ফাঁকা। বাসস্ট্যান্ডগুলো সুনসান। গণপরিবহনের দেখা মিলছে না। তবে রাস্তায় বিক্ষিপ্তভাবে চলছে পুলিশের গাড়িসহ দুয়েকটি সরকারি ও প্রাইভেট গাড়ি।

শাসক দল বামফ্রন্ট আগে থেকেই বনধের বিরোধিতা করেছে। তিন জেলার প্রায় সব সরকারি স্কুল, কলেজসহ অফিস খোলা রয়েছে। তবে স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিলো একেবারেই কম। কংগ্রেসের কর্মী-সমর্থকরা জেলাগুলোর বিভিন্ন সরকারি অফিসের সামনে দলের পতাকা-ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে বনধ কার্যকরের চেষ্টা করছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পুলিশের সহায়তা নিয়ে অফিসে ঢুকতে হয়েছে। অফিসে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা থাকলেও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়নি খুব একটা।

বনধকে ঘিরে কংগ্রেস দলের কর্মীরা যতোটা তৎপর, বনধ বিরোধিতায় তার চেয়ে বেশি সক্রিয় শাসক দলের কর্মী-সমর্থকরা। তবে বনধকে ঘিরে এখন পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।