ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় উপ-নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী পরিমল দেবনাথ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
ত্রিপুরায় উপ-নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী পরিমল দেবনাথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: পরিমল দেবনাথকে ত্রিপুরার বীরগঞ্জ বিধানসভার উপ-নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর।



আগামী ১৩ ফেব্রুয়ারি ভারতের ৮টি রাজ্যের ১২টি বিধানসভা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন ত্রিপুরার বীরগঞ্জ বিধানসভা আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পরিমল দেবনাথ দলের করবুক মহকুমা কমিটির সম্পাদক।

সকালে আগরতলার মেলার মাঠ এলাকার দলের ত্রিপুরা রাজ্য কমিটির কার্যালয় দশরথ দেব স্মৃতি ভবনে রাজ্য কমিটি বৈঠকে বসে। এতে উপস্থিত ছিলেন- রাজ্যের মূখ্যমন্ত্রী তথা দলে রাজ্য থেকে একমাত্র পলিট ব্যুরো সদস্য মানিক সরকারসহ রাজ্য কমিটির প্রায় সকল নেতৃকর্মীরা।

বৈঠকে বীরগঞ্জ বিধানসভা আসনে প্রার্থী হিসেবে পরিমল দেবনাথের নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে সম্পাদক বিজন ধর এক সংবাদ সম্মেলনে একথা জানান।

প্রসঙ্গত, যৌন নির্যাতনে অভিযোগে গত ১০ ডিসেম্বর ২০১৫ সি পি আই এম নেতা ও বীরগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোরঞ্জন আচার্য্যকে দল থেকে বহিষ্কার করা হয় ও বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে বলা হয়। দলের নির্দেশে ওই দিনই তিনি পদত্যাগ করেন। ফলে আসনটি শুন্য হয়ে যায়।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।