ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় দৃষ্টি প্রতিবন্ধীদের স্বেচ্ছায় রক্তদান শিবির

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
ত্রিপুরায় দৃষ্টি প্রতিবন্ধীদের স্বেচ্ছায় রক্তদান শিবির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: সাধারণ মানুষের পাশাপাশি রক্তদানে এবার এগিয়ে এলেন ত্রিপুরার দৃষ্টি প্রতিবন্ধীরা।

রোববার (১০ জানুয়ারি) লুই ব্রেইলের ২০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে এ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।



আগরতলার অফিস লেনে সংস্থার অফিসে আয়োজিত এই রক্তদান শিবিরে প্রধান অতিথি ছিলেন- ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এ ধরনের সমাজ সেবামূলক উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যের প্রয়োজনীয় রক্তের প্রায় ৯৬ শতাংশ আসে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে। এ বছর এই হারকে ১০০ শতাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

নারী-পুরুষ নির্বিশেষে সংগঠনের সদস্যরা এ শিবিরে রক্তদান করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।