ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিদ্যুৎ সরবরাহ-মূল্য নির্ধারণ

ঢাকায় আসছেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
ঢাকায় আসছেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের পদ্ধতি এবং মূল্য নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করতে শুক্রবার (০৮ জানুয়ারি) বাংলাদেশে যাচ্ছেন ত্রিপুরা বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।  

বিদ্যুৎ সরবরাহের বিষয়ে আগামী শনিবার (০৯ জানুয়ারি) ঢাকায় ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রীকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।  

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি রাজ্য মহাকরণ সূত্রে জানা যায়।

ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী মানিক দে’র নেতৃত্বে বৈঠকে যোগ দিচ্ছেন রাজ্য বিদ্যুৎ দফতরের
প্রধান সচিব এস কে রাকেশ, ত্রিপুরা বিদ্যুতের সিএমডি শ্যামল রায়, এজিএম মহানন্দ দেববর্মাসহ আরও কয়েক জন।

ভারত সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলও এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলাও থাকতে পারেন।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।