ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ওডিওম ফেস্টিভ্যাল

কলকাতার মঞ্চে অভিনয় করবেন মহেশ ভাট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
কলকাতার মঞ্চে অভিনয় করবেন মহেশ ভাট মহেশ ভাট

কলকাতা: শক্তিশালী পরিচালক মহেশ ভাটকে এবার অভিনেতা হিসেবে দেখতে মুখিয়ে কলকাতার নাট্যপ্রেমীরা। কলকাতায় অনুষ্ঠেয় অন্যতম বৃহৎ নাট্য উৎসব ওডিওম ফেস্টিভ্যালে মঞ্চে দেখা যাবে তাকে।

নিজের লেখা স্ক্রিপ্টের উপর ভিত্তি করে তৈরি নাটকে অভিনয় করবেন এই বলিউড পরিচালক।

পরিচালক হিসেবে মহেশ ভাট ১৯৭৪ সাল থেকে বলিউডে একের পর এক উল্লেখযোগ্য চলচ্চিত্র উপহার দিয়েছেন। তবে অভিনয়য়ের মঞ্চে খুব একটা দেখা যায়নি তাকে।

ওডিওম ফেস্টিভ্যাল ২০১৬-এর বাংলাদেশ ওয়েব মিডিয়া পার্টনার বাংলানিউজ।

আয়োজকদের পক্ষ থেকে জানা যায়, ১২ জানুয়ারি কলকাতার সায়েন্স সিটি মঞ্চের এ নাটকের টিকিটের চাহিদা অনেক বেশি।

কলকাতার নাট্যপ্রেমীরা জান‍ান, 'ওডিওম ফেস্টিভ্যাল ২০১৬'-এর মঞ্চে মহেশ ভাটের অভিনয় দেখার সুযোগ একটা বড় পাওনা। তার অভিনয় ওডিওম ফেস্টিভ্যালকে অন্য মাত্রা দেবে।

ফেস্টিভ্যালের অন্যতম সংগঠক রাজর্ষি দাস বলেন, কলকাতার মঞ্চে মহেশ ভাটের অভিনয় এক ঐতিহাসিক নজির স্থাপন করতে চলেছে।

ওডিওম ফেস্টিভ্যাল ২০১৬-এ ভারতের বিভিন্ন রাজ্যের নাটকের সঙ্গে বাংলাদেশের নাট্যদল ‘দৃষ্টিপাত’ ১০ জানুয়ারি আইসিসি আর মঞ্চে ‘বুড়ো ভূতের গল্প’ নামে একটি নাটক পরিবেশনা করবে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ভিএস/এএ

** ‘ওডিওম ফেস্টিভ্যাল ২০১৬’তে উজ্জ্বল বাংলানিউজ
** ওডিওম ফেস্টিভ্যাল ২০১৬-এর থিম সং উদ্বোধন
** কলকাতায় থিয়েটার উৎসবে মিডিয়া পার্টনার বাংলানিউজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।