ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বলিউডের 'খান' দের শখ

ভাস্কর সরদার, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৬
বলিউডের 'খান' দের শখ

কলকাতা: বলিউডের 'খান'-দের এক একজনের শখ এক এক রকম। কেউ পছন্দ করেন গিটার বাজাতে, কারো শখ নতুন ভাষা শেখায়, কেউ আবার ‘গেজেট’ নিয়ে ভীষণ উৎসাহী, কেউবা ছবি আঁকতে খুব ভালোবাসেন, কেউ ভালোবাসেন ঘুরে বেড়াতে, কেউ বই পড়তে।



শাহরুখ খান, বলিউডের বাদশার শখটিও বেশ বাদশাহি। কাজের ফাঁকে তিনি বিভিন্ন সময় বিভিন্ন নতুন ধরনের গেজেট নিয়ে নাড়াচাড়া করেন। তার ব্যস্ত শিডিউলের মধ্যেও তিনি নিয়মিত খবর রাখেন কি নতুন গেজেট বাজারে এলো। সে হতে পারে ভিডিও গেমস, আবার হতে পারে মোবাইল ফোন বা ল্যাপটপ সম্পর্কিত কিছু।

আর নতুন গেজেট বাজারে এলে সেটিকে কিনে না ফেলা পর্যন্ত বলিউড বাদশার শান্তি নেই। হাতে নতুন গেজেট এলে সেটা নিয়ে শাহরুখ এতোটাই ব্যস্ত হয়ে পড়েন যে, অনেক সময় তার নিত্য দিনের কাজ মাথায় ওঠে।

অপর খান সালমান, তার শখ বলতে একটি, সেটি ছবি আঁকা। খুব ছোটবেলা থেকেই সালম‍ান ছবি আঁকেন। তার আঁকা ছবিগুলো বেশ পরিণত এবং শৈল্পিক দিক থেকে উন্নত। বিভিন্ন সময় সালমন খান তার ছবির প্রদর্শনী করেছেন। কিন্তু কোন সময়েই ছবি বিক্রির টাকা নিজে নেন না সালমান। সে টাকা তিনি দান করে দেন দুস্থ মানুষদের মধ্যে।

আমির খান এমন একজন মানুষ যার একটি নয়, একাধিক শখ। মাঝে মাঝেই তার নতুন নতুন শখের জন্ম হয়। আর সেটি পরে আর শখ থাকে না, কারণ সেটি নিয়ে তিনি গভীরভাবে ডুবে যান। কবিতা, পুরনো দিনের  গান, বইপড়া আর দেশি বিদেশি সিনেমা দেখা ছাড়াও আমিরের নবতম শখ মারাঠি ভাষা শেখা । এছাড়াও তিনি চলচ্চিত্রের প্রয়োজনে শিখছেন ভোজপুরী এবং হারিয়ানভি ভাষা।

সইফ আলি খানের পছন্দ গিটার, তিনি খুবই সুন্দর গিটার বাজান। শুটিঙের ফাঁকে বা অবসরে কিংবা বন্ধুদের আড্ডায় ‘ছোটে নবাব’ –এর সঙ্গী থাকে গিটার। এছাড়া বই পড়তে ভালোবাসেন সইফ আলি খান।

বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
ভিএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।