ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভূমিকম্পে কলকাতায় মেট্রো রেল সাময়িক বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
ভূমিকম্পে কলকাতায় মেট্রো রেল সাময়িক বন্ধ

কলকাতা: সোমবার (০৪ জানুয়ারি) ভোরের ভূমিকম্পে সাময়িকভাবে বন্ধ রয়েছে কলকাতা মেট্রোরেল।

সোমবার স্থানীয় সময় ভোররাত ৪টা ৩৫ মিনিটে কেঁপে ওঠে কলকাতাসহ উত্তর-পূর্ব ভারত।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭।

এরপর ৫টা ৩২ মিনিটে অনুভূত হয় প্রথম পরাঘাত বা আফটার শক। আরও আফটার শকের আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কলকাতা মেট্রোরেল।

এর ফলে সমস্যায় পড়েছেন শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগামী কলকাতাবাসী। তবে ঘণ্টাখানেকের মধ্যে এ সার্ভিস ফের চালু হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
ভি.এস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।