ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শিল্পী ধীরাজ চৌধুরী সম্মানে কলকাতায় ‘আর্ট ক্যাম্প’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
শিল্পী ধীরাজ চৌধুরী সম্মানে কলকাতায় ‘আর্ট ক্যাম্প’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: শিল্পী ধীরাজ চৌধুরীর ৮০ বছর উপলক্ষে কলকাতায় শুরু হলো তিন দিনব্যাপী ‘আর্ট ক্যাম্প’। ‘ধীরাজ ৮০’ শিরোনামে এ ‘আর্ট ক্যাম্প’ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ‘ক্যালকাটা রোয়িং ক্লাব’-এ শুরু হয়েছে।



আর্ট ক্যাম্পে বর্তমান সময়ের বিখ্যাত ২৫ জন শিল্পী ছবি আঁকবেন। ‘ক্যালকাটা রোয়িং ক্লাব’র সহযোগিতায় ‘আর্টিস্ট সার্কেল’ এ আর্ট ক্যাম্পের আয়োজন করেছে।

‘আর্ট সপ’ নামে অপর বিভাগে ধীরাজ চৌধুরীর আঁকা বেশ কিছু ছবি বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ জন শিল্পীর আঁকা ছবি পরবর্তীতে কলকাতার ‘একাডেমি অব ফাইন আর্টস’-এ প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, ওইসব ছবি বিক্রির অর্থ দিয়ে শিল্পীদের একটি উন্নয়নমূলক ট্রাস্ট গঠন করা হবে। এই ট্রাস্ট শিল্পীদের নিয়ে বিভিন্ন বিষয়ে কাজ করবে।

উদ্বোধনের দিন ‘ক্যালকাটা রোয়িং ক্লাব’-এ হাজির ছিলেন শিল্পী ধীরাজ চৌধুরী,  বাংলাদেশ উপ হাই কমিশনারের স্ত্রী লামিয়া রহমান আহাদসহ বিশিষ্ট ব্যক্তিরা।

১ জানুয়ারি (শুক্রবার) শুরু হওয়া এ ‘আর্ট ক্যাম্প’ চলবে আগামী ৩ জানুয়ারি (রোববার) পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।