ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বিশ্বশান্তি কামনায় বড়দিনের প্রার্থনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩২, ডিসেম্বর ২৫, ২০১৫
কলকাতায় বিশ্বশান্তি কামনায় বড়দিনের প্রার্থনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বড়দিন উপলক্ষে কলকাতার বিভিন্ন চার্চে বিশ্বশান্তি কামনা করে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতার বিভিন্ন চার্চ ঘুরে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ।

বিভিন্ন ধর্মের মানুষ যিশুখ্রিস্টের মূর্তির সামনে মোমবাতি প্রজ্বলন করছেন। বিভিন্ন চার্চে এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা।

চার্চে আগতরা জানিয়েছেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন রক্তপাতহীন বিশ্ব। তাই তারা সারাবিশ্বের শান্তি চেয়েই এই বিশেষ প্রার্থনা করছেন।

এদিন খ্রিস্ট ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ কলকাতার চার্চগুলোতে হাজির হয়েছেন। গোটা কলকাতা জুড়ে ছিল আলোকসজ্জা। এছাড়া বিভিন্ন স্থানে মেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
ভিএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।