ঢাকা, মঙ্গলবার, ২ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বড়দিন উদযাপন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
ত্রিপুরায় বড়দিন উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: সারাবিশ্বের মতো ত্রিপুরা রাজ্যের খ্রিস্টান ধর্মাবলম্বীরাও বড়দিন উদযাপন করছেন। তাদের সঙ্গে উদযাপনে সামিল হয়েছেন অন্যান্য ধর্মের মানুষও।



বড়দিন উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় রাজধানী আগরতলার পার্শ্ববর্তী মরিয়ম-নগর গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে আগরতলাসহ বহু দূর-দূরান্তের খ্রিস্টান ধর্মাবলম্বীরাও যোগ দেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালেও গির্জায় গির্জায় অনুষ্ঠিত হয় প্রার্থনা ও বাইবেল পাঠ।

মরিয়ম-নগর গির্জার পাশাপাশি আগরতলার ডনবস্কো স্কুলেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সামিল হন।

যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে রাজ্যের প্রায় প্রতিটি গির্জাতেই এ প্রার্থনার আয়োজন করা হয়। রাতে ব্যক্তিগত উদ্যোগেও বিভিন্ন ধরনের উৎসব আয়োজন করেন অনেকে।

বড়দিন উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও দু’দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে মরিয়ম-নগরে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
ওএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।