ঢাকা, মঙ্গলবার, ২ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় ভোক্তা দিবসের আলোচনাচক্র

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আগরতলায় ভোক্তা দিবসের আলোচনাচক্র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: জাতীয় ভোক্তা দিবস–২০১৫ উপলক্ষে আগরতলার মাতঙ্গীনি প্রীতিলতা সভাগৃহে আলোচনাচক্র অনুষ্ঠিত হয়েছে।

‘নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহন করুন, খাদ্যে ভেজাল থেকে সতর্ক থাকুন’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ আলোচনাচক্র অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ত্রিপুরা রাজ্যের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক মন্ত্রী ভানু লাল সাহা, আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দিলীপ দাসসহ জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের কর্মকর্তারা।

সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, খাদ্যদ্রব্য কেনার সময় অবশ্যই গুনগত মান যাচাই করে কিনবেন।

সঠিক ও মানসম্পন্ন পণ্যসামগ্রী বিক্রি এবং ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা।

জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ ও আগরতলা পুরনিগমের যৌথ উদ্যোগে এ আলোচনাচক্র অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।