ঢাকা, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় ১০৪ পাউন্ডের ক্রিসমাস কেক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আগরতলায় ১০৪ পাউন্ডের ক্রিসমাস কেক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আর মাত্র দুই দিন পর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন (ক্রিসমাস ডে)। বড়দিন উপলক্ষে ১০৪ পাউন্ডের (৫২ কেজি) বিশালাকার একটি কেক তৈরি করেছে আগরতলার একটি বেকারি।



কেকটির দাম নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ভারতীয় রুপি। মোট ৫টি ধাপে তৈরি করা হয়েছে কেকটি।

প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ জন কারিগরের টানা ২৪ ঘণ্টা কাজ করে কেকটি তৈরি করেছেন। এটি ১০০টির বেশি ডিম, চিনি, বেকিং পাউডার, ক্রিমসহ নানা উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে।

বর্তমানে কেকটি আগরতলার আখাউড়া রোডের আর এম এস চৌমুহনী এলাকার প্রস্তুতকারক সংস্থার বিপণন কেন্দ্রে বিক্রির জন্য প্রদর্শন করা হয়েছে। কেকটি এখন আগরতলার বড়দিনের বাজারে মূল আকর্ষণে পরিণত হয়েছে। কৌতূহলী লোকজন এটি দেখতে ভিড় জমাচ্ছেন।

বেকারিটির পক্ষ থেকে আরও জানানো হয়, প্রতি বছরই বড়দিন উপলক্ষে তারা বড় আকারের কেক তৈরি করে থাকেন। তবে এ বছরের কেকটা সবচেয়ে বড়। গত বছরও ৪৫ কেজি ওজনের একটি ক্রিসমাস কেক তৈরি করেছিলেন তারা।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।