ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘মমতার অন্তরের একদিকে পশ্চিমবঙ্গ অন্যদিকে বাংলাদেশ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৯, ডিসেম্বর ১৫, ২০১৫
‘মমতার অন্তরের একদিকে পশ্চিমবঙ্গ অন্যদিকে বাংলাদেশ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তরের একদিকে পশ্চিমবঙ্গ আর অন্যদিকে বাংলাদেশ’।

বাংলাদেশ উপ-হাইকমিশনের আয়োজনে কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত পাঁচ দিনব্যাপী উৎসবের উদ্বোধনে এসে এমন মন্তব্য করেন পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরাদ হাকিম।



বিজয় উৎসবের সূচনা করেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ৭১ সালে বাংলাদেশের মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে  যখন যুদ্ধকালীন পরিস্থিতিতে পাকিস্তান নিয়ে যায়, তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর মুক্তির জন্য সারা বিশ্ব ঘুরে বেড়িয়েছিলেন।

ফিরাদ হাকিম বলেন, বাংলা ভাষাভাষি মানুষের জন্য যিনি একটি শেষ তৈরি করেছিলেন, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার প্রতি রইল হাজারও প্রণাম।

এ উৎসবে অংশ নিচ্ছেন নচিকেতা, রুনা লায়লা, সুজিত মোস্তফা, মৌটুসি, পার্থ, পারভিন সুলতানা, তিমির নন্দী, কুষ্টিয়া লালন গোষ্ঠী, রেনেসাঁসহ অন্যান্য শিল্পীরা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৫ ডিসেম্বর, ২০১৫
ভিএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।