ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পার্কস্ট্রিট গণধর্ষণ মামলা

৩ জনের ১০ বছর করে কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২২, ডিসেম্বর ১১, ২০১৫
৩ জনের ১০ বছর করে কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পার্কস্ট্রিট গণধর্ষণ মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে দশ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে একলাখ রুপি জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড দেওয়া হয়েছে।


 
শুক্রবার (১১ ডিসেম্বর) আদালতের বিচারক রুদ্ধদ্বার কক্ষে এ সাজা ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রুমন খান, নাসের খান ও সুমিত বাজাজ। তবে ঘটনার মূল অভিযুক্ত এখনও পলাতক।

২০১২ সালের ৫ ফেব্রুয়ারি কলকাতার পার্কস্ট্রিট এলাকায় গণধর্ষণের স্বীকার হন ৩৭ বছর বয়সী এক নারী। ঘটনাটি ভারতজুড়ে ব্যাপক আলোড়িত হয়।
 
বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।