ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

‘না থেকেও আছেন শিল্পী কাইয়ূম চৌধুরী’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, নভেম্বর ২০, ২০১৫
‘না থেকেও আছেন শিল্পী কাইয়ূম চৌধুরী’ ছবি: বাংলানিউজটোযেন্টিফোর.কম

কলকাতা: কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন চত্বরে শুক্রবার (২০ নভেম্বর) শুরু হয়েছে তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প।

এতে দুই দেশের চিত্র শিল্পীরা অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

আর্ট ক্যাম্পে বিখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী, কালিদাস কর্মকার, মনিরুল ইসলাম, আবুল বারাক আলভী, শেখ আফজল, মোহাম্মদ ইউনুস, রণজিৎ দাস, ওয়াকিলুর রহমান, মোহাম্মদ ইকবাল, বিশ্বজিৎ গোস্বামী প্রমুখ অংশ নিয়েছেন।  

ভারতীয় শিল্পীদের মধ্যে আর্টক্যাম্পে ছবি আঁকবেন গনেশ হালুই, জোগেন চৌধুরী, সনৎ কর, মাহজেবিন মজুমদার।

বাংলানিউজের সঙ্গে আলাপকালে উপ হাইকমিশনার জকি আহাদ জানান, শিল্পী কাইয়ূম চৌধুরীর শূন্যতাভাবে অনুভূত হচ্ছে। কলকাতায়ি বাংলাদেশ উপ হাইকমিশন চত্বরের অনুষ্ঠানে শিল্পী কাইয়ূম  চৌধুরী একাধিকবার ছবি এঁকেছেন।

‘শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তিনি সব সময়ই আমাদের মাঝে আছেন। ’

বাংলাদেশ উপ হাই কমিশন থেকে প্রকাশিত পত্রিকা ‘বৈশাখী'র প্রচ্ছদে তার ব্যক্তিগত সংগ্রহ থেকে শিল্পী কাইয়ূম চৌধুরীর আঁকা একটি ছবি ছাপানো হবে বলে জানান জকি আহাদ।

আর্ট ক্যাম্প-এ উপস্থিত দিল্লি আর্ট কলেজের সাবেক অধ্যাপক শিল্পী ধীরাজ চৌধুরী বলেন, কায়েম চৌধুরী শুধু একজন মহান শিল্পী নন, তিনি শিল্পীদের কাছে অভিভাবকের মতো ছিলেন।

শুক্রবার শুরু হওয়া আর্ট ক্যাম্প চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।