ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

নতুন ভারতীয় হাইকমিশনার হচ্ছেন হর্ষ শ্রিংলা

ডিপ্লোম্যাটিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৫, সেপ্টেম্বর ২৩, ২০১৫
নতুন ভারতীয় হাইকমিশনার হচ্ছেন হর্ষ শ্রিংলা হর্ষ বর্ধন শ্রিংলা

ঢাকা: ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হয়ে আসছেন হর্ষ বর্ধন শ্রিংলা। ঢাকার একটি জাতীয় দৈনিকের দিল্লি করেসপন্ডেন্ট সেখানকার কূটনীতিক সূত্রের বরাতে এই খবর দিয়েছেন।



বর্তমানে ব্যাংককে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হর্ষ শ্রিংলা ঢাকায় বর্তমান হাই কমিশনার পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হচ্ছেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী সপ্তাহেই হর্ষ শ্রিংলার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আর নভেম্বর থেকেই ঢাকায় কাজ শুরু করবেন তিনি।

ব্যাংককের রাষ্টদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি দীর্ঘদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের ডেস্কে কর্মরত ছিলেন।

হর্ষ বর্ধন শ্রিংলা কূটনীতিক ক্যারিয়ার ত্রিশ বছরের। নয়াদিল্লিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছাড়াও তিনি প্যারিস, হ্যানয়, ও তেলআবিবে নিযুক্ত ছিলেন। জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে মিনিস্টার/কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময় ০৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।