ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা পুলিশের সংস্কার করবে মমতা সরকার

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মে ১৬, ২০১১
কলকাতা পুলিশের সংস্কার করবে মমতা সরকার

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকার গঠন করার পর ৩৪ বছর ধরে একভাবে চলা পুলিশ প্রশাসনের সংস্কার করবে তৃণমূল ও কংগ্রেসের জোট সরকার। জোটনেত্রী মমতা ব্যানার্জি এরই মধ্যে কলকাতা পুলিশের কমিশনার রণজিৎ কুমার পচনন্দকে মৌখিক নির্দেশও দিয়েছেন।



পচনন্দ নির্বাচনের ফলের পর মমতার সঙ্গে দেখা করতে গেলে এ নির্দেশ দেওয়া হয় তাকে ।  

মমতা ব্যানার্জি কলকাতা পুলিশের কমিশনারকে বলেন, ‘কলকাতা পুলিশের আমূল সংস্কার করতে হবে। থানার অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সংস্কার শুরু করতে হবে। ’

কলকাতা পুলিশের ৪৮টি থানার কয়েকটি ছাড়া বেশিরভাগেরই অবস্থা খুবই সঙ্গীন।   জীর্ন বাড়ি, দুর্বল লকআপ কক্ষ, নথি ও মামলার আলামত রাখার স্থানের অভাব, যানবাহন সমস্যায় থানার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না বলে অভিযোগ অনেকদিনের। নির্বাচনের আগে পুলিশের বিভিন্ন সংগঠন মমতার কাছে এসব বিষয়ে নজর দেওয়ার অনুরোধ করেছিলেন।

পুলিশের সংস্কারের ব্যাপারে ভবানীপুর থানার ওসি প্রদীপ দাম বলেন, ‘জুতো সেলাই থেকে চ-িপাঠ, সবই পুলিশকে করতে হয়। অথচ থানার ব্যাপারে উদাসীন ছিল সরকার। ’  
 
পুলিশের কর্মকর্তারা বলছেন, ‘পুলিশমন্ত্রী কে হচ্ছেন, সেটি আলোচনার বিষয় হলেও  মমতা ব্যানার্জি নিজেই এ বিষয়টি দেখভাল করলে পুলিশের সংস্কার দ্রুত হবে। ’


বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।