কলকাতা: সিবিআই দপ্তরে গিয়ে দেড়শ’ পাতার নথি জমা দিলো ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। সোমবার (৬ এপ্রিল) তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে ডাকযোগে ও ই-মেইলে এই নথি চেয়ে নোটিশ পাঠায় সিবিআই।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) তৃণমূল কংগ্রেস নেতারা এ তথ্য কলকাতার সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে গিয়ে জমা দিয়ে আসেন।
সূত্র জানায়, সিবিআই বিগত চার বছরের আয়-ব্যয়ের হিসাব জানতে চেয়ে এই নোটিশ পাঠিয়েছিলো। মনে করা হচ্ছে সেই সংক্রান্ত নথি জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা।
সূত্রের খবর, তদন্তকারী সিবিআই কর্মকর্তারা এই নথি খতিয়ে দেখতে শুরু করেছেন। নথি খতিয়ে দেখার পরেই তারা পরবর্তী পদক্ষেপর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
মনে করা হচ্ছে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের আয়-ব্যয়ের হিসাব নিয়ে যথেষ্ট রাজনৈতিক আলোচনা-পর্যালোচনা চলবে পশ্চিমবঙ্গে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এএ/