ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইছামতীর বুকে শঙ্খচিলের শুটিং

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
ইছামতীর বুকে শঙ্খচিলের শুটিং

কলকাতা: ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শঙ্খচিল’ এর শুটিং চলছে কলকাতার টাকিতে ইছামতীর বুকে। তাই নদীর তীর এখন মুখরিত শুটিং ইউনিটের লোকজনের কলরবে।



নদীর মাঝে নৌকা থেকে নামার একটি দৃশ্য ধারণ করা হয়েছে এখানে।

নদীর তীরে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবিটির একটি বিশেষ অংশের শুটিং করলেন বাংলাদেশের অভিনেত্রী কুসুম শিকদার।

এই চলচ্চিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে গ্রামের সরল মেয়ের চরিত্রে অভিনয় করছেন কুসুম শিকদার।

শঙ্খচিল’র পরিচালক গৌতম ঘোষ শুটিং স্পটে উপস্থিত ছিলেন। বাংলানিউজকে জানান, ছবির পরবর্তী অংশের শুটিং হবে খুলনা, সাতক্ষীরাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে।

ছবিটির প্রযোজনা করছে আর্শীবাদ চলচ্চিত্র, ইমপ্রেস টেলিফিল্ম এবং আইডিয়াস।

২০১৫ সালে  ‘শঙ্খচিল’ ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানান পরিচালক গৌতম ঘোষ।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।