ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আলিপুর কারাগার থেকে ১১১ বাংলাদেশি মৎস্যজীবীর মুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
আলিপুর কারাগার থেকে ১১১ বাংলাদেশি মৎস্যজীবীর মুক্তি

কলকাতা: কলকাতার আলিপুর কারাগার থেকে মুক্তি পেলেন ১১১ জন বাংলাদেশি মৎস্যজীবী। এর সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে ছয়টি ট্রলারও।



শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দক্ষিণবঙ্গ ইন্সপেক্টর জেনারেল বাংলানিউজকে এ তথ্য জানান।

এসব মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ ও কুলতলি অঞ্চল থেকে গ্রেফতার করা হয়। কলকাতা উচ্চ আদালতের রায়ে সাজার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তাদেরমুক্তি দেওয়া হলো।

মুক্তির পর এই ১১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশের শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের হাতে তুলে দেয় বিএসএফ।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।