ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বই মেলায় হঠাৎ প্রসেনজিৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
কলকাতা বই মেলায়  হঠাৎ প্রসেনজিৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: সাপ্তাহিক ছুটির দিন রোববার (০১ ফেব্রুয়ারি) কলকাতা বই মেলায় ছিল জনস্রোত। বইমেলা কর্তৃপক্ষের হিসেবে এ দিন মোট পাঁচ লাখ দর্শনার্থী মেলায় আসেন।


 
আর এই জনস্রোতের মধ্যে হঠাৎ করেই হাজির হন টালিউড সিনেমার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
 
মেলায় একটি সংবাদ মাধ্যমের স্টলে হঠাৎ করে হাজির হন তিনি। তার সঙ্গে ছিলেন নবাগত নায়িকা কননীকা বন্দ্যোপাধ্যায় এবং গায়ক শিলাজিৎ এবং সা রে গা মা পা-খ্যাত গায়িকা উজ্জয়নী মুখার্জি।
 
ভিড়ে ঠাসা মেলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ তারকাদের আগমনে দর্শনার্থীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়। এ সময় শিলাজিৎসহ অন্য শিল্পীরা ‘আগামী’ চলচ্চিত্রের গান গেয়ে শোনান। গানে গলা মেলান প্রসেনজিৎ  চট্টোপাধ্যায় নিজেও।
 
এ সময় তিনি বই মেলায় আসা সমস্ত পাঠক-পাঠিকাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং মেলার সফলতা কামনা করেন।
 
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, ০২ ফ্রেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।