ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিবিআই’র মুখোমুখি হলেন মুকুল রায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
সিবিআই’র মুখোমুখি হলেন মুকুল রায়

কলকাতা: সারদা কাণ্ডের তদন্তে সিবিআই’র তলবে অবশেষে শুক্রবার (৩০ জানুয়ারি) কলকাতার সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির হয়েছেন মুকুল রায়।

চিঠির মাধ্যমে গত ১২ জানুয়ারি তাকে তলব করে সিবিআই।

সিবিআই’র কাছে ১৫ দিন সময় চাইলেও প্রাথমিকভাবে তাকে ৭ দিন সময় দেওয়া হয়।

তবে এর মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার সারদা কাণ্ডে সিবিআই তদন্তে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধান চেয়ে মামলা করে। মামলার তারিখ পিছিয়ে যাওয়ায় শুনানি গ্রহণ সম্ভব হয়নি।

৩০ জানুয়ারি দেখা করবেন বলে সিবিআইকে পরবর্তীতে জানান মুকুল রায়। তদন্তকারী সংস্থাকে সব ধরনের সাহায্য করবেন বলেও জানান তিনি।

সারদা কাণ্ডে তলব করা এখন পর্যন্ত সবচেয়ে বড় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায়।

সূত্র জানায়, সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে যোগাযোগের বিষয় নিয়ে মুকুল রায়কে প্রশ্ন করা হতে পারে। এছাড়া সুদীপ্ত সেনকে পালিয়ে যেতে কোনোভাবে সাহায্য করেছিলেন কিনা তাও জানতে চাইতে পারেন সিবিআই গোয়েন্দারা।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।