ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতা বইমেলায় উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়নের। মঙ্গলবার (২৭ জানুয়ারি) কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বাংলাদেশ দিবসে বাংলাদেশ প্যাভিলিয়নে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি এবং কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের সদস্যরা।

ইতামধ্যেই বাংলাদেশ প্যাভিলিয়ন সম্পর্কে যথেষ্ট উৎসাহ দেখা গেছে। নাটোরের উত্তরা গণভবনের আদলে এ প্যাভিলিয়নটি নির্মাণ করা হয়েছে।

৩ হাজার ৫০০ বর্গ ফুটের এ প্যাভিলিয়নে মোট ৩২ প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে।
   
বাংলাদেশ থেকে আসা অতিথিরা কলকাতা বইমেলা ঘুরে দেখেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি শিশুদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান।

উপস্থিত মন্ত্রীরা তাদের বক্তব্যে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সাংস্কৃতিক আদান-প্রদানের উপর জোর দেন। তারা কলকাতা বইমেলার সাফল্য কামনা করেন।


বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

** কলকাতা বইমেলায় ‘বাংলাদেশ দিবস’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।