ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

নীনা থিমায়ার বইয়ের প্রকাশনা উৎসব শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
নীনা থিমায়ার বইয়ের প্রকাশনা উৎসব শনিবার

ঢাকা: ভারতীয় লেখিকা নীনা থিমায়া রচিত ‘ডেসটিনি’স ড্যালায়েন্স’ বইয়ের প্রকাশনা উৎসব ৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।

এদিন সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) উৎসবে প্রধান অতিথি থাকবেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।



বুধবার (০৫ নভেম্বর) আইজিসিসি-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

একজন ভারতীয় নারীর শহুরের জীবনের অবস্থা নিয়ে ডেসটিনি‘স ড্যালায়েন্স’ লেখা হয়েছে। এই বইয়ে শহুরে জীবনের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে বর্ণনা করেছেন নীনা।

উৎসবে প্রকাশিত বই নিয়ে বিশিষ্ট কথাসাহিত্যিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম এবং ভারতের প্রখ্যাত লেখক  নিরুপম‍া সুব্রম্মনিয়ান আলোচনায় অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।