ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার আধুনিকায়নে ৪০০ কোটি রুপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
কলকাতার আধুনিকায়নে ৪০০ কোটি রুপি

কলকাতা: আগামী আড়াই মাসের মধ্যে কলকাতা শহরের উন্নয়নে ৪০০ কোটি রুপি খরচ করবে কলকাতা পৌরসভা। ‌ উন্নয়ন খাতে রাজ্য সরকার ১৫৫ কোটি রুপি বরাদ্দ করেছে।

বাকিটা বহন করবে কলকাতা পৌরসভা। কলকাতা পৌরসভার শাসক শোভন চ্যাটার্জি এ কথা জানান।

কলকাতার উন্নয়নের বিভিন্ন খাতে এই টাকা খরচ করা হবে। এর মধ্যে আছে পানীয় জল, নিকাশি, রাস্তাসহ অন্যান্য বিষয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই কলকাতা শহরকে সাজিয়ে তুলতে জোর দিয়েছিলেন। এবার কলকাতার পরিকাঠামোর উন্নয়নের দিকে পৌরসভা নজর দিলে শহরের নাগরিকদের দৈনন্দিন জীবন আরও কিছুটা উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

পৌরসভার নির্দেশে দ্রুত গতিতে কাজ শুরু হবে বলে জানা গেছে। ‌ ১৫-২০ দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে।

কলকাতা পৌরসভার তরফে জানান হয়েছে, প্রতিটি কাজের সময়সীমা বেঁধে দেওয়া হবে। একইসঙ্গে বকেয়া কাজ যা আছে, তা আগে শেষ করে ফেলতে হবে বলে নির্দেশ দিয়েছে পৌরসভা।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।