ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে চালু হচ্ছে ই-ভিসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, অক্টোবর ২২, ২০১৪
ভারতে চালু হচ্ছে ই-ভিসা

কলকাতা: চলতি মাসেই ভারতে চালু হচ্ছে ই-ভিসা। প্রাথমিকভাবে ভারতে পর্যটনের জন্য আসা ৩০টি দেশের নাগরিকদের এ ভিসার সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে।



জানা যায়, বর্তমানে ‘আয়রাইভাল ভিসা’ পাওয়া আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড এবং সিঙ্গাপুর থেকে আসা পর্যটকরাও এ ইলেক্ট্রনিক ভিসার সুবিধা পাবেন।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন থেকে চার কার্য দিবসের মধ্যেই চলে আসবে ভিসা। এর ফলে অতি দ্রুত সেবার সুবিধা পাবেন পর্যটকদের। আর ভারতে আসার পর ৩০ দিনের জন্য বৈধ থাকবে এ ভিসা।

তবে এই পরিষেবা পাবেন না পাকিস্তান, ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং আফগানিস্তানের নাগরিকরা।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।