ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অনাস্থা আনছে কংগ্রেস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অনাস্থা আনছে কংগ্রেস অধীর চৌধুরি

কলকাতা: একদিকে সারদা কেলেঙ্কারি অন্যদিকে বর্ধমান বিস্ফোরণকাণ্ড পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে বেশ চাপের মধ্যে রেখেছে।

এই দুই ঘটনা নিয়ে বারবার বিরোধীদের নিশানা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

বিরোধী দলগুলি একের পর এক আক্রমণ চালিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে।

আর এই আক্রমণের মাত্রা আরও কিছুটা বাড়িয়ে দিল কংগ্রেস। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, তারা বিধানসভায় রাজ্য সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চান।

প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাবেক রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরি বলেন, রাজ্যে প্রশাসন বলতে কিছু নেই। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ইস্তফা দাবি করেছে কংগ্রেস। ‌

অধীর চৌধুরি বলেন, নতুনভাবে মানুষের রায় নেওয়া উচিত। তিনি বলেন, জনগণের কাছে জানতে চাইব এই সরকারকে আপনারা রাজ্যে চাইছেন কিনা।

প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আরও জানান হয়, নভেম্বরে বিধানসভা অভিযান করবে কংগ্রেস।

বিজেপির সমালোচনা করে অধীর চৌধুরি অভিযোগ করেন, বিস্ফোরণের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে জড়িয়ে নির্দিষ্ট সম্প্রদায়ের দিকে আঙুল তোলা হচ্ছে। ‌ বিজেপি এটা খুব পরিকল্পনামাফিক করছে। ‌ এটার ঘোর বিরোধী কংগ্রেস।

মনে করা হচ্ছে, শীতকালীন অধিবেশনেই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে কংগ্রেস।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।