কলকাতা: মঙ্গলবার কোজাগরি লক্ষ্মীপূজো। পশ্চিমবঙ্গের বেশিরভাগ গৃহস্থের বাড়িতে লক্ষ্মীপূজোর তোড়জোড় শুরু হয়ে গেছে।

বাড়িতে পূজার আয়োজন করেছেন এমন মানুষদের বক্তব্য, সাধারণ মানুষের আয়ত্বের বাইরে চলে গেছে বাজার দর।
লক্ষ্মীপূজোতে বেশিরভাগ বাড়িতে ভোগের আয়োজন করা হয়। আত্মীয়-স্বজন, পাড়া- প্রতিবেশীদের নিয়ে একসঙ্গে খিচুড়ি, চচ্চড়ি, আলুর দম, পায়েস খাওয়ার আনন্দে মাততে চান প্রায় সকলেই। কিন্তু এবার বাদ সেধেছে পকেট।
বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা অনেকের মধ্যে লক্ষ্মীপূজো উপলক্ষে জোড়া ইলিশের চল আছে। এখনও অনেক বাড়িতে সিঁদুর পরিয়ে ইলিশের বিয়ে দেবার প্রথা মানা হয়। কিন্তু মাছের বাজারে গিয়েও মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার অবস্থা।
বিক্রেতাদের কথা, এখানে তাদের কিছুই করার নেই। তাদের কিনতে হচ্ছে চড়া দামে। শুধু ফল বা সবজি নয়, ফুলের বাজারেও আগুন।
তাই দেবী লক্ষ্মীর কাছে পশ্চিমবঙ্গের মানুষের এবার প্রার্থনা, যেন আগামী দিনে জিনিষপত্রের দাম কিছুটা কম হয়।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ৭ অক্টোবর , ২০১৪