ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গঙ্গা দ‍ূষণ এড়াতে প্রশাসনের কঠোর পদক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৭, অক্টোবর ৪, ২০১৪
গঙ্গা দ‍ূষণ এড়াতে প্রশাসনের কঠোর পদক্ষেপ

কলকাতা: উৎসবের রাত শেষ হতেই ক্লান্ত কলকাতার নাগরিকদের মনে বেজে উঠেছে বিদায়ের সুর।

কলকাতার বিভিন্ন বাড়ির পূজাগুলোর প্রতিমা বিসর্জন হয়ে গেলেও বারোয়ারি পূজায় চলেছে দেবী বরণের পালা।



ইতোমধ্যেই সেখানে চালু হয়ে গেছে সিঁদুর খেলা। লাল সিঁদুরের রঙে এক অন্যকে রাঙিয়ে দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন তরুণীসহ বিভিন্ন বয়সের নারীরা।
অন্যদিকে চলছে মিষ্টিমুখের প্রক্রিয়া। একে অন্যকে কোলাকুলির মাধ্যমে চলছে বিজয়ার শুভেচ্ছা বিনিময়য়ের পালা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বার্তায় সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন।

বিসর্জন উপলক্ষে ইতোমধ্যেই গঙ্গার বিভিন্ন ঘাটে ভিড় লক্ষ্য করা গেছে। কলকাতা পৌরসভার পক্ষ থেকে গঙ্গার দূষণ এড়াতে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রথমত কোনো ধরনের ফুল, ফল গঙ্গার জলে নিক্ষেপ করা যাবে না। জলে নিক্ষেপ করা যাবে না কোনো ধরনের ধাতুও।
ফুল প্রতিমার অস্ত্র সব কিছুই গঙ্গার ঘাটে নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে।

প্রতিমার রং থেকে জলে যাতে কোনো ভাবে দূষণ না ছড়ায় সেদিকে কড়া নজরদারির  ব্যবস্থা রেখেছে কলকাতা পৌরসভা।

প্রতিমা নিরঞ্জনের জন্য নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।