ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নয়াদিল্লি থেকে খুররম জামান

তিস্তাসহ অমীমাংসিত বিষয়ে আলোচনা হয়েছে

খুররম জামান, ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪
তিস্তাসহ অমীমাংসিত বিষয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতের পানিসম্পদমন্ত্রী উমা ভারতী

নয়াদিল্লি থেকে: তিস্তা নদীর পানিবণ্টন চুক্তিসহ দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয় আলোচিত হয়েছে এবং এ আলোচনা ‘খুবই ইতিবাচক’ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নয়াদিল্লির পানিসম্পদ মন্ত্রণালয়ের শ্রম ও জনশক্তি ভবনে সে দেশের পানিসম্পদমন্ত্রী উমা ভারতীর সঙ্গে বৈঠক শেষে বাংলানিউজকে এ সব কথা জানান তিনি।



পররাষ্ট্রমন্ত্রী বৈঠক প্রসঙ্গে বলেন, ভারতের পানিসম্পদমন্ত্রী উমা ভারতীর সঙ্গে তিস্তা নদীর পানিবণ্টন চুক্তিসহ দুইদেশের মধ্যে অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ আলোচনা ‘খুবই ইতিবাচক’ হয়েছে।

তিনি বলেন, শুধু তিস্তা নয়, দুই দেশের মধ্যে বিদ্যমান অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দুইদেশের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে, তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

বৈঠকে ভারতের পানিসম্পদমন্ত্রী উমা ভারতী বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে খুবই ভালো এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে চারদিনের সফরের কার্যসূচি অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ১১টায় ভারতীয় পানিসম্পদমন্ত্রী উমা ভারতীর সঙ্গে সাক্ষাৎ করেন আবুল হাসান মাহমুদ আলী।

এরপর দুপুর সাড়ে ১২টায় দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন তিনি। এরপর আড়াইটায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এবং বিকেল ৪টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী।

সফরকালে দেশটির অর্থমন্ত্রী অরুন জেটলির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।

২০ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় নেহেরু ভবনে বাংলাদেশ ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীরা নেতৃত্ব দেবেন।

এদিন বিকেল সাড়ে ৪টায় রাজ্যসভার (উচ্চকক্ষ) বিরোধী দলীয় নেতা গোলাম নবী আজাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

এদিকে, হাইকমিশন সূত্র জানায়, ২০ সেপ্টেম্বর জেসিসি বৈঠক শেষে ওইদিন রাতে দিল্লি থেকে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন পররাষ্ট্রমন্ত্রী।

তার সঙ্গে পররাষ্ট্র সচিব শহিদুল হক এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আবদুস সোবহান সিকদারও সেখানে যাবেন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪/আপডেটেড: ১৪৪১ ঘণ্টা

** জানুয়ারিতে ঢাকায় আসতে পারেন মোদী
** সমঝোতায় প্রাপ্য আদায়ে সচেষ্ট হবে বাংলাদেশ
** দিল্লির ফুটপাতেও মোটর সাইকেল!
** দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী
** তিস্তা চুক্তিতে জোর দেবে বাংলাদেশ
** সাবেক কংগ্রেস মন্ত্রীর পানির লাইন বিচ্ছিন্ন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।