ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নিজের সীমাবদ্ধতা সম্পর্কে জানা সবচেয়ে বড় বিদ্যা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, নভেম্বর ২৯, ২০২২
নিজের সীমাবদ্ধতা সম্পর্কে জানা সবচেয়ে বড় বিদ্যা 

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউর) অনুষ্ঠিত হয়েছে ‘করপোরেট টক’।

সম্প্রতি নগরের জামালখানে সিআইইউ অডিটোরিয়ামে এ করপোরেট টক অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করেন।  

এসময় শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ বলেছেন, পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যা হচ্ছে নিজের সীমাবদ্ধতা সম্বন্ধে জানা এবং সেই সীমাবদ্ধতা সংশোধনের চেষ্টা করা।

শিক্ষার্থীদের সবসময় ইতিবাচক চিন্তা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। মন্দ কোনো কিছুর প্রতি মোহগ্রস্ত হওয়া যাবে না। কারণ মোহগ্রস্থতা একটি বিপজ্জনক বিষয়, যা মানুষকে নেশার দিকেও ধাবিত করতে পারতে পারে। তাছাড়া শিক্ষার্থীদের নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।  

সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদেরের সভাপতিত্বে সিআইইউর ব্যবসায় অনুষদের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা  ও ব্যবসায় অনুষদের শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।