ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মেয়রের কাছে এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, নভেম্বর ২৮, ২০২২
মেয়রের কাছে এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর 

চট্টগ্রাম: ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়েছে।  

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নগরের আন্দরকিল্লার সিটি কর্পোরেশনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে বোর্ডের পক্ষে ফলাফল হস্তান্তর করেন উপ সচিব মোহাম্মদ বেলাল হোসেন, উপ কলেজ পরিদর্শক বিজয় ভৌমিক ও উপ বিদ্যালয় পরিদর্শক আবুল বাশার।

 

এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ,  প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফন্নাহার, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম প্রমুখ।  

মেয়র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল সন্তোষ প্রকাশ করেন।

দ্রুত সময়ে ফলাফল প্রকাশের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।