ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আদালতের আদেশে তিন বছরের ছেলেকে ফিরে পেলেন মা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
আদালতের আদেশে তিন বছরের ছেলেকে ফিরে পেলেন মা মায়ের কোলে ছেলে।

চট্টগ্রাম: এক বছর চার মাস পর আদালতের আদেশে মিনহাজুর রহমান নামে তিন বছরের এক ছেলেকে ফিরে পেলেন রুমা আকতার নামের এক মা। বুধবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত এ আদেশ দেন।

রুমা আকতার, রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বাসিন্দা। গত বছর স্বামী মো. রফিকের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছিল।

আদালত সূত্রে জানা যায়, স্বামী চলে যাওয়ার পর আর্থিক সংকটে পড়েন রুমা। ২০২১ সালের ২৫ জুলাই নিজের দুই বছর বয়সী ছেলে মিনহাজকে বড় ভাইয়ের স্ত্রী শিরীন আকতারের কাছে দেখাশোনার জন্য রেখে কাজের খোঁজে তিনি শহরে গিয়েছিলেন। এর ৫ দিন পর ভাইয়ের বাড়িতে গিয়ে রুমা আর মিনহাজকে খুঁজে পাননি। তখন রুমা ছেলের বিষয়ে জানতে চাইলে শিরীন বিভ্রান্তিকর কথাবার্তা বলতে থাকেন। পরে রুমা খোঁজ নিয়ে জানতে পারেন মিনহাজকে উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকার বাসিন্দা শিরীনের খালাত বোন তসলিমা আক্তারের কাছে দিয়েছেন শিরীন। ছেলেকে এনে দিতে বললে, শিরীন বারবার তারিখ দেন। কিন্তু পরের দুই মাসেও মিনহাজকে ফিরিয়ে দেননি। এলাকার বিশিষ্ট ব্যক্তি, পরিচিত জন এবং স্থানীয় চেয়ারম্যানের কাছে গিয়েও ছেলেকে ফেরত চান রুমা। তারা চেষ্টা করেও শিশুটিকে ফিরিয়ে দিতে পারেননি। উল্টো তাকে হুমকি দিতে থাকেন শিরীন। এ ঘটনায় ২০২১ সালের ২৩ ডিসেম্বর রাঙ্গুনিয়া থানায় মামলা করেন রুমার বোন জয়নব আকতার। এরপর পুলিশও চেষ্টা করে, কিন্তু ছেলেকে ফেরত আনতে পারেনি। তখন পুলিশ পরামর্শ দেয় আদালতে মামলা করেন।

চট্টগ্রাম জেলা আদালতের পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলানিউজকে বলেন, গত ১৫ মার্চ অতিরিক্ত জেলা ও ম্যাজিস্ট্রেট আদালতে রুমার পক্ষে তার বোন জয়নব মামলা করেন। গত ১৭ মে শুনানি হয়। শুনানি শেষে রুমার পক্ষে করা আবেদন খারিজ হয়ে যায়। এরপর আমরা জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করি। তিন দিন শুনানি শেষে আদালত শিরীন আকতার ও তসলিমা আক্তারকে শিশুটিসহ হাজির হতে বলেন। আজ আদালত মিনহাজকে তার মা রুমা আক্তারের কাছে ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। এক বছর চার মাস পর মা রুমা তার ছেলে মিনহাজকে ফিরে পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।