ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে বিজ্ঞান মেলা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
হাটহাজারীতে বিজ্ঞান মেলা শুরু বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম।

চট্টগ্রাম: ‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ ও ইন্টারনেটে আসক্তি ক্ষতি’ এ প্রতিপাদ্য সামনে রেখে হাটহাজারীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা।  

বুধবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুউদ্দীন মজুমদার, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল মহাজন প্রমুখ।  

মেলায় উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।