ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কালুরঘাট সেতুতে ট্রেন লাইনচ্যুত, যান চলাচল বন্ধ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
কালুরঘাট সেতুতে ট্রেন লাইনচ্যুত, যান চলাচল বন্ধ  ...

চট্টগ্রাম: কালুরঘাট সেতুতে তেলবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়েছে। যার কারণে বন্ধ রয়েছে গাড়ি চলাচল।

সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে সেতুর মাঝখানে লাইনচ্যুত হয় ট্রেনটির গার্ডব্রেক।

গোমদণ্ডী স্টেশন মাস্টার অনুপম দে বলেন, ট্রেনটি দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস তেল নিয়ে গিয়েছিল।

সেখান থেকে চট্টগ্রাম ফেরার পথে গার্ডব্রেক লাইনচ্যুত হয়।  লাইনচ্যুত গার্ডব্রেক সরিয়ে নিতে উদ্ধারকারী ক্রেন আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

কালুরঘাট সেতুর ইজারাদার পক্ষের ম্যানেজার সেলিম জাহাঙ্গীর বলেন, ক্রেন আনা হয়েছে। গার্ডব্রেক না সরানো পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। আশা করি কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।