ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২৯টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল রেলওয়ে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
২৯টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল রেলওয়ে  রেলওয়ের উচ্ছেদ অভিযান।

চট্টগ্রাম: নগরের পলোগ্রাউন্ড এলাকায় গড়ে তোলা অবৈধ ২৯টি সেমিপাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পলোগ্রাউন্ড মাঠের দক্ষিণ এবং পশ্চিম পাশের ১৬৩ জন দখলদারকে বিতাড়িত করা হয়।

অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পতি কর্মকর্তা মো. মাহবুবুল করিম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ হাফিজ ফিল্ড কানুনগো, আমিন ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে পলোগ্রাউন্ড মাঠের দক্ষিণ এবং পশ্চিম পাশে দখলদাররা অবৈধ স্থাপনা গড়ে তুলে ব্যবসা করে আসছিলেন।

সেখানে অভিযান পরিচালনা করে রেলওয়ের শূন্য দশমিক ৩৪ একর ভূমি উদ্ধার করা হয়েছে, বিতাড়িত করা হয়েছে ১৬৩ জন অবৈধ দখলদারকে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।