ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে পারমাণবিক বিদ্যুৎশক্তি বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
সিআইইউতে পারমাণবিক বিদ্যুৎশক্তি বিষয়ক সেমিনার

চট্টগ্রাম: পারমাণবিক বিদ্যুৎশক্তি এবং প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড রিঅ্যাক্টর ডিজাইন’ শীর্ষক  সেমিনার।

সম্প্রতি নগরীর জামাল খান ক্যাম্পাসে সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এ সেমিনার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে পারমাণবিক বিদ্যুৎশক্তি নিয়ে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ইদাহো ন্যাশনাল ল্যাবরেটরির পোস্ট ডক্টরিয়াল রিসার্চ অ্যাসোসিয়েট ড. পলাশ কুমার ভৌমিক।  

তিনি বলেন, উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করা গেলে আগামী দিনে পারমাণবিক বিদ্যুৎশক্তি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যুগান্তকারী সম্পদ হিসেবে গড়ে উঠবে।

বদলে যাবে দেশের পুরো অর্থনৈতিক চিত্র।  

এই সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রাকৃতিক গ্যাস এবং জ্বালানি সম্পদের নানান চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম। সেমিনারে সঞ্চালনা করেন অনুষদের সহকারি অধ্যাপক রুবেল সেনগুপ্ত।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।