ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কাটায় তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
পাহাড় কাটায় তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: পাহাড়ি মাটি কেটে বিক্রির উদ্দেশ্যে বহন করায় তিনজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

সোমবার (১৪ নভেম্বর) রাতে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বোর্ড স্কুল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

 

জানা গেছে, অভিযানে পাহাড়ের মাটি বোঝাই তিনটি মিনি ড্রাম ট্রাক আটক করা হয়। আটক ট্রাক ছাড়াও আরও বেশ কিছু ট্রাক দিয়ে জমি ভরাটের উদ্দেশ্যে পাহাড়ি মাটি বহন করা হচ্ছিলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে বেশকিছু ট্রাক পালিয়ে যায়। পরে তিনটি ট্রাক আটক করা হয়। আটক মাটিবোঝাই ট্রাক উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়। অবৈধ মাটি কাটা ও বহন করার অপরাধে আটক গাড়ির মালিক মো. শোয়েব, মো. ইয়াছিন, মো. মুছাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার জরিমানা করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, পাহাড়, কৃষি জমির টপসয়েল ও অনুমোদনহীন মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।