ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের ৮ নেতাকে বহিষ্কারের সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের ৮ নেতাকে বহিষ্কারের সুপারিশ ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করায় আট নেতাকে বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ।  

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে বহিষ্কারের সুপারিশ করে চিঠি জেলা আওয়ামী লীগের কাছে পাঠিয়েছেb উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

চিঠিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরীর বিপক্ষে এবং বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলীর পক্ষে কাজ করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

বহিষ্কারের জন্য সুপারিশ করা আট নেতা হলেন-  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম ছালেহ, সহ সভাপতি ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাফর ইকবাল, সদস্য ও জুলধা ইউপি চেয়ারম্যান নুরুল হক, সদস্য মহিউদ্দিন ভান্ডারী ও আবদু শুক্কুর।

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী বলেন, দলীয় গঠনতন্ত্রের ৪৭ (ঞ) ধারা অনুযায়ী আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং দলীয় সব কর্মকাণ্ড থেকে বিরত রাখার সুপারিশ করা হয়েছে।

এর আগে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা করায় চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদকে অব্যাহতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২

বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।